ইমরান-সাফার রোবটের ভিডিও এখন কোটি ভিউয়ে

সংগীতশিল্পী ইমরানের গাওয়া ‘এমন একটা তুমি চাই’ গানটি প্রকাশের তিন মাসের মাথায় কোটি ভিউয়ের ক্লাব অতিক্রম করলো।

ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবে বাংলাদেশের শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার বিচারে আরেক ধাপ এগিয়ে গেলেন জনপ্রিয় এই গায়ক।

গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আর ভিডিওটি নির্মাণ করছেন একাধিক জনপ্রিয় শর্টফিল্ম নির্মাতা ভিকি জাহেদ।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গান-ভিডিওটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্পে নির্মিত ভিডিওতে ইমরানের বিপরীতে আছেন টিভি তারকা সাফা কবির। যেখানে রোবট চরিত্রে দেখা যায় ইমরানকে।

ইমরান বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি নিজেও ভাবিনি, আমার কোনও গান এত দ্রুত এভাবে ছড়িয়ে পড়বে। আমি তো মনে করি, এই বছরে এটি হবে দেশের অন্যতম হিট গান। সেদিকেই বিষয়টি এগুচ্ছে। এরজন্য আমি গানটির সংশ্লিষ্ট সবাইকে জানাই কৃতজ্ঞতা জানাই।’

নির্মাতা ভিকি বলেন, ‘আমাদের এই রোবটের প্রতি এতো অল্প সময়ে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই অনন্য। আপনাদের ধন্যবাদ। আমি এই মিউজিক ভিডিওর সাথে যুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।’

অডিও-ভিডিও প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এটা আমাদের জন্য ঈদের আগেই বাড়তি ঈদআনন্দের খবর। শ্রোতা-দর্শকরা এই গানটিকে যেভাবে গ্রহণ করেছে তাতে আমরা মুগ্ধ। সামনে এরকম আরও ভালো গান-ভিডিও করার জন্য উৎসাহ পেলাম আমরা। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।’

আজকের বাজার/আরআইএস