ইমানুয়েল ম্যাক্রোঁর শ্রীলঙ্কায় ‘ঐতিহাসিক’ যাত্রা বিরতি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার শ্রীলঙ্কায় সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। দ্বীপ দেশটিতে কোন ফ্রান্সের প্রেসিডেন্টের এটাই প্রথম সফর।
ফ্রান্সের নেতাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে স্বাগত জানান। ফ্রান্সের নেতা ম্যাক্রোঁ মারাত্বক অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে কমপক্ষে দুই ঘন্টার ও বেশি সময় অবস্থান করেন।
ম্যাক্রোঁ পাপুয়া নিউ গিনি ও ভানুয়াতু সফরের পর ওসেনিয়া থেকে দেশে ফেরার পথে কলম্বোতে যাত্রা বিরতি করেন।
বিমানবন্দরে বৈঠকে রনিল বিক্রমাসিংহে এবং ইমানুয়েল ম্যাক্রোঁ শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয় ও আইনের শাসন নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
ম্যাক্রোঁ স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় বিমান থেকে নামার পর এলিসি এক বিবৃতিতে বৈঠক সম্পর্কে বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সফর’।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি সবচেয়ে মারাত্বক অর্থনৈতিক সংকটে পড়ে যা ২০১৯ সালে শুরু হয়েছিল।
ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের মুখে তার পূর্বসুরি দেশ ছেড়ে পালিয়ে গেলে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে বিক্রমাসিংহে এক বছর আগে ক্ষমতায় আসেন।
অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২৬ সাল পর্যন্ত শ্রীলঙ্কার জন্য বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করে।