সাম্প্রদায়িক সম্প্রীতির বাণীর জন্য ইমামকে কুর্নিশ জানলেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী।
রাম নবমীতে সংঘটিত সহিংস ঘটনায় মারা গেছেন ইমাম মওলানা ইমদাদুল রশিদির পুত্র সন্তান।এ ঘটনায় তিনি পুত্র হারানোর শোক চেপে রেখেছেন। প্রতিশোধ নিতেও মানা করেছেন। এমনকি এটাও বলেছেন, কেউ প্রতিশোধ নিতে গেলে তিনি মসজিদ ও এলাকা ছেড়ে চলে যাবেন।
আসানসোলের নুরানি মসজিদের ওই ইমামের ঘোষণা সম্ভাব্য হিন্দু-মুসলিম দাঙ্গা থেকে রেহাই পেল পশ্চিম বঙ্গ তথা ভারত।
রোববার এক টুইট বার্তায় কংগ্রেস সভাপতির বলেন, “ভারতে চিরকাল ভালোবাসাই ঘৃণাকে পরাজিত করবে, ইমাম রশিদির বার্তাই সেটা প্রমাণ করেছে।”
আজকের বাজার/আরজেড