কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে একাধিকবার ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খাঁন। আর তাঁর সেই বক্তৃতার পরই ভারতীয় ক্রিকেটারদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে। ইমরানের কথায় পরমাণু যু্দ্ধের ইঙ্গিতও ছিল সেদিন।
ইমরান খানের সেই বক্তব্য নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। এবার কাইফ বললেন, ”আপনার দেশের সঙ্গে নিঃসন্দেহে সন্ত্রাসবাদের ভালোই সম্পর্ক রয়েছে। সন্ত্রাসবাদীদের স্বর্গ পাকিস্তান! জাতিসংঘে আপনার বক্তব্য ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আপনার মতো একজন বড় ক্রিকেটার আজ পাকিস্তানের সেনা ও জঙ্গিদের হাতের পুতুলে পরিণত হয়েছেন।”
কিছুদিন আগে শেহবাগের শেয়ার করা একটি ভিডিয়ো দেখে ইমরান খাঁনকে বাজে মন্তব্য করেছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি ভিডিয়োর নিচে লিখলেন, ”ভীরু… আমি এটা দেখে হতভম্ব হয়ে গিয়েছি। অসংলগ্ন বক্তব্য, বিশ্বে এখন শান্তি দরকার।
দেশ হিসেবে পাকিস্তানের যা সবচেয়ে বেশি প্রয়োজন এবং তাদের প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছেন তা আবর্জনার সমান। যে ইমরান খানকে ক্রিকেট বিশ্ব চিনত, জানত, ইনি সেই ইমরান নন। জাতিসংঘে তাঁর ভাষণ ছিল খুব খারাপ।”
আজকের বাজার/লুৎফর রহমান