ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছে লাৎসিওর স্ট্রাইকার চিরো ইমোবিল। গতকাল সিরি‘আতে নাপোলির বিপক্ষে একটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন ইমোবিল। তবে এ ম্যাচে নাপোলির কাছে ২-১ গোলে হেরেছে লাৎসিও।
এবারের লিগে ৩৭ ম্যাচে অংশ নিয়ে ৩৬টি গোল করেন ইমোবিল। তাই সিরি আ’র গোল্ডেন বুটসহ জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন বুটও। এই নিয়ে তৃতীয়বারের মত গোল্ডেন বুট জিতলেন ইমোবিল।
এবারের লিগে ৩৬ গোল করে আর্জেন্টিনার গঞ্জালো হিগুইয়েইনের রেকর্ড স্পর্শ করেন ইমোবিল। এর আগে ২০১৫-১৬ মৌসুমের ৩৬ গোল করে রেকর্ড গড়েছিলেন নাপোলির হয়ে খেলা হিগুয়েইন।
এছাড়াও আরও একেটি রেকর্ডের মালিক হয়েছেন ইমোবিল। ২০০৬-০৭ সালের পর এবারই প্রথম ইতালিয়ান লিগের কোন ফুটবলার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলো। সর্বশেষ জিতেছিলেন ফ্রান্সেসকো টোট্টি। ইমোবিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এবার লিগে গোল করেছেন ৩১টি। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান