ইয়েমেনে সামরিক প্যারেডে বিস্ফোরণে নয় জন নিহত

রবিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর আল-ধালিয়ায় একটি সামরিক গ্র্যাজুয়েশন কুচকাওয়াজে বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। আল আরবিয়া সূত্রে খবর।

দক্ষিণ-বাহিনীর মিডিয়া অফিস জানিয়েছে, একটি হাউথি ক্ষেপণাস্ত্রের কারণে এই বিস্ফোরণ ঘটেছিল। বোমা হামলা যেখানে হয়েছিল সেখানে ইরান-সমর্থিত হাউথি মিলিশিয়ার তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছে যে কুচকাওয়াজের সময় অতিথি প্ল্যাটফর্মের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল।

আজকের বাজার/লুৎফর রহমান