ইয়েমেনের শহর তাইজের পশ্চিমে ইরান-সমর্থিত হাউথি মিলিশিয়ার নেতা আলি আবদুল রাজ্জাক আল শরীকে হত্যা করা হয়েছে। ইয়েমেনি নিউজ এজেন্সি সোমবার এ তথ্য জানিয়েছে।
আল শারি তাইজের নিকটে ওয়াদি আল বাহবাহ অঞ্চলে নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজকের বাজার/লুৎফর রহমান