ইরাকের উত্তরাঞ্চলে ক্লিনিক লক্ষ্য করে ড্রোন হামলা; পিকেকে’র ১৮ সদস্য নিহত

ইরাকের উত্তরাঞ্চলে সিনজার শহরের কাছে মঙ্গলবার এক েেড্রান হামলায় নিষিদ্ধ ঘোষিত তুর্কি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কমপক্ষে ১৮ বিদ্রোহী নিহত হয়েছে। কুর্দি নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর সিনহুয়ার।
ওই এলাকায় দায়িত্ব পালন করা কুর্দি পেশমার্গা নিরাপত্তা বাহিনীর কমান্ডার লুকমান গাল্লি সিনহুয়াকে বলেন, নিনভেহ’র প্রাদেশিক রাজধানী মসুলের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে সিনজার শহরের কাছের একটি গ্রামে ক্লিনিক হিসেবে পিকেকে সদস্যদের ব্যবহৃত একটি স্কুল ভবনে তুর্কি ড্রোন থেকে এই হামলা চালানো হয়।
গাল্লি বলেন, সেখানে হামলায় ১৮ পিকেকে সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে সিনিয়র স্থানীয় নেতা মাধলুম রৌসি রয়েছেন। অন্যদের লাশ এখনো বিধ্বস্ত ওই ভবনের ধ্বংসস্তুপের ভিতরে চাপা পড়ে রয়েছে।
সিনজার প্রটেকশন ইউনিটের শীর্ষস্থানীয় নেতা সাঈদ হাসান সাঈদ নিহত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো এ বিমান হামলা চালানো হলো।