ইরাকের রাজধানী বাগদাদে রোববার একটি কোভিড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে আগুন লাগলে অন্তত ২৩ জন প্রাণ হারায়।
মেডিক্যাল সূত্রে বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডার মজুদ কেন্দ্রের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। এ থেকে আগুন ধরে যায়। আগুন নির্বাপনের সুরক্ষা না থাকায় তা দ্রুতই ছড়িয়ে পড়ে।
মেডিক্যাল ও নিরাপত্তা সূত্র বলছে, ইবনে আল খাতিব হাসপাতালের এ অগ্নিকান্ডে ২৩ জন মারা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিনের সংঘাত সহিংসতা ও স্বল্প বিনিয়োগের কারণে ইরাকের হাসপাতালগুলোর পরিস্থিতি এমনিতেই নাজুক হয়ে আছে।
এদিকে এ ঘটনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন।
ইরাকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৫হাজার ২১৭ জন।