ইরাকের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ইসলামিক স্ট্যাট (আইএস) নির্মূলের পর এটিই দেশটির প্রথম নির্বাচন।

এ নির্বাচনে ৩২৯টি আসনের জন্য লড়ছেন ৭ হাজার প্রার্থী। দেশটির দুই কোটি ২০ লাখের বেশি মানুষ এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে আগাম ভোট দিয়েছেন, নিরাপত্তা বাহিনীর ৮০ শতাংশ সদস্য ও তাদের পরিবার। ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফল ঘোষণার কথা রোছ।

বিদেশী পর্যবেক্ষকরা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ ভোটার উপস্থিতি থাকবে এই নির্বাচনে। কারণ, গেলোবার সন্ত্রাসী হামলার ঝুঁকির মধ্যেই পড়েছিলো ৬০ শতাংশ ভোট।

রাসেল/