ইরাকে আইএসের হাতে ইরানপন্থী গ্রুপের ৩ সদস্য নিহত

ইরাকে ইরানপন্থী মিলিশিয়ার তিন যোদ্ধ শুক্রবার নিহত হয়েছে। বাগদাদের কাছে তাদের ঘাঁটিতে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হামলায় তারা প্রাণ হারায়। আধা-সামরিক ও নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, তারা ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া জোট হাশেদ আল-শাবির শাখা নৌজাবা মুভমেন্টের সাথে যুক্ত ছিল।
উভয় সূত্র জানায়, উত্তর বাগদাদের তারমিয়ায় তাদের ঘাঁটিতে আইএসের হামলায় তারা নিহত হয়। এতে আরো সাত যোদ্ধা আহত হয়েছে।
আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে সহযোগিতায় ২০১৪ সালে গঠন করা হাশেদ দেশটির বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করে আসছে।
সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা বিরোধী এ সংগঠন ইরাকে মার্কিন স্বার্থের ওপর বিভিন্ন হামলার প্রশংসা করে। তবে তারা এসব হামলার দায় স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয় দেশের ধারণা হাশেদের কিছু শাখা বরং ইরাকি চেইন অব কমান্ডের চেয়ে ইরানের নির্দেশে চলে।