আনবারের পশ্চিম প্রদেশে নিরাপত্তা চেকপয়েন্টকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। খবর ইউএনবি।
মেজর জেনারেল কাসেম আল দুলাইমি এপিকে জানান, সিরিয়া সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে আল কায়েম শহরের দক্ষিণাঞ্চলীয় প্রবেশদ্বারে ইরাকি সেনাবাহিনী ও জনপ্রিয় জনসংযোগ বাহিনী পরিচালিত একটি যৌথ নিরাপত্তার চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
তিনি জানান, হামলায় নিরাপত্তা বাহিনীর চারজন এবং দুজন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার জন্য আইএসকে দোষারোপ করেন দুলাইমি।
আনবার সিরিয়া সীমান্তে অবস্থিত আল-কায়েম শহরটি পূর্বে আইএস’র দূর্গ ছিল।
আজকের বাজার/এমএইচ