ইরাকে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় চার জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ মে) ইরাকের রাজধানী বাগদাদে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।
হামলার ঘটনা নিশ্চিত করে ইরাকি সামরিক বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিজের শরীরে বোমা বেঁধে হামলাকারী সাকলাইয়া পার্কের কাছে বিস্ফোরণ ঘটান।
হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানানো হয়েছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হয়েছে আইএস এ হামলা চালিয়েছে।
গত ডিসেম্বরে ইরাককে আইএসমুক্ত ঘোষণা করা হলেও দেশটিতে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলো।
আরজেড/