বাগদাদের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা মোক্তাদা আল সদর বিক্ষোভকারীদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবার পর, বিক্ষোভকারীরা কোনঠাসা হয়ে পড়েছে।
অনুমান করা হচ্ছে যে,শীঘ্রই ইরাকী নিরাপত্তা ও মিলিশিয়া বাহিনী তাদের ধর্মঘটী অবস্থান ও তাঁবুতে হানা দিতে পারে। বিভিন্ন মহল্লায় ইতিমধ্যেই প্রতিবাদকারীরা নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। অক্টোবর মাস থেকে বিক্ষোভ ও সহিংসতায় আনুমানিক ৬০০জন প্রাণ হারিয়েছেন এবং ২০,০০০ জনগণ আহত হন।
তবে কারবালায় বিক্ষোভকারীরা শহরের প্রধান স্কয়ারে তাদের অবস্থানে অনড় রয়েছেন।
আজকের বাজার/লুৎফর রহমান