ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার তার সরকারি টুইটার একাউন্ট থেকে ইরাকে জঙ্গি গ্রুপের ওপর মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
হাসেদ আল শাবি জঙ্গি গ্রুপের ওপর রোববারের মার্কিন বিমান হামলার পর এ প্রথম মন্তব্যে খামেনি বলেন, ইরান ও তার সরকার এবং আমি মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে এক সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এ বিমান হামলা চালায়।
এর প্রতিক্রিয়ায় জঙ্গি গ্রুপ বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে।
এদিকে মঙ্গলবার দূতাবাসে হামলার জন্যে ট্রাম্প ইরানকে দায়ী করে বলেছেন, আমেরিকান নিহত হলে এ জন্যে তেহরানকে শাস্তি পেতে হবে।
টুইটার বার্তায় তিনি বলেন, ক্ষয়ক্ষতির পুরো দায় ইরানের। এর জন্যে তাদেরকে বড়ো ধরণের মূল্য দিতে হবে। এটি সতর্কতা নয়, হুমকি।
তেহরান সমর্থিত আধা সামরিক গ্রুপ হাসেদ আল শাবি’র অন্তর্ভুক্ত গ্রুপ কাতিব হিজবুল্লাহ মার্কিন বিমান হামলার লক্ষ্যবস্তু।
আজকের বাজার/লুৎফর রহমান