মঙ্গলবার ইরাকের আমেরিকান রাষ্ট্রদূত বাগদাদ থেকে একটি অজানা গন্তব্যে চলে যান, আল আরবাইয়া সূত্র মঙ্গলবার জানিয়েছে।
ওয়াশিংটন সোমবার ইরাকি কর্তৃপক্ষের বিরুদ্ধে মার্কিন স্বার্থকে “রক্ষা” করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে, ইরানপন্থী একটি গ্রুপের বিরুদ্ধে মারাত্মক আমেরিকান বিমান হামলার একদিন পর ক্ষোভের জন্ম দিয়েছে।
ইরাকি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন বেসামরিক ঠিকাদারকে হত্যার প্রতিক্রিয়ায় কাটাব হিজবুল্লাহ মিলিশিয়া গ্রুপের বিরুদ্ধে আমেরিকা ইরাক ও সিরিয় বিমান হামলা চালিয়েছিল বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতদের মধ্যে অন্তত চার স্থানীয় কাটাইব হিজবুল্লাহ কমান্ডার রয়েছেন। সূত্রগুলি আরও জানিয়েছে, একটি ধর্মঘটের মধ্যে সিরিয়ার সীমান্তে পশ্চিম কাইম জেলার নিকটে মিলিশিয়া গ্রুপের সদর দফতর লক্ষ্য করা হয়েছিল।
আজকের বাজার/লুৎফর রহমান