ইরাকে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের ভোট পুনরায় গণনা করার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর আল জাজিরা’র।
বৃহস্পতিবার (২১ জুন) দেশটির সর্বোচ্চ আদালত জানায় যে জালিয়াতির অভিযোগের প্রতিক্রিয়ায় পুনরায় ভোট গণনা সংবিধান লঙ্ঘন করে না। এ রায়ই চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করা যাবে না।
আল জাজিরা’র খবরে বলা হয়, গত মাসের নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় শিয়া নেতা মুকতাদা আল সদর নেতৃত্বাধীন জোট। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠলে পুনরায় ভোট গণনার প্রস্তাব পাস হয় পার্লামেন্ট থেকে।
এই মাসের ৬ তারিখ পুনরায় সক, ভোট গণনার পক্ষে ভোট দেয় ইরাকের পার্লামেন্ট। মোট ১ কোটি ১০ লাখ ভোট পুনরায় গণনা করা হবে।
এছাড়াও অনিয়মের অভিযোগের জের ধরে ইরাকের নয় সদস্য বিশিষ্ট স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনও বাতিলও ঘোষণা করা হয়েছে। তাদের জায়গায় বিচারকদের বসানো হয়েছে।
আজকের বাজার/একেএ