ইরাকের রাজধানী বাগদাদের তাহরির স্কোয়ারে প্রবল বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত ১২জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে সে দেশের নিরাপত্তাবাহিনী।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। আর তা চলার মধ্যেই অত্যাধুনিক এই বোমার বিস্ফোরণ ঘটনা ঘটল বলে বাহিনীর তরফে জানানো হয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিক্ষোভের কোনো যোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আজকের বাজার/লুৎফর রহমান