যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার বলেছে, ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তাদের অন্তত ১১ সৈন্য আহত হয়েছে। যদিও এরআগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলে আসছিল এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল উরবান এক বিবৃতিতে বলেছেন,“গত ৮ জানুয়ারি ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় তাদের কোন সেনা সদস্য নিহত হয়নি,হামলায় আহত কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং এখনো ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।”
“হামলার পরবর্তী দিনগুলোতে কিছু সেনা সদস্যকে আল আসাদ বিমান ঘাঁটি থেকে সরিয়ে আনা হয়েছে ” উল্লেখ করে তিনি বলেন, ১১ সেনা সদস্যকে জার্মানির ল্যান্ডসতুল রিজিওনাল মেডিকেল সেন্টার এবং কুয়েতের ক্যাম্প আরিফজানে পাঠানো হয়েছে।