বাগদাদের উত্তরে মার্কিন সৈন্যের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে সোমবার সাতটি রকেট হামলা চালানো হয়েছে। দেশটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। আর এসব হামলায় ঘটনায় ওয়াশিংটন নিয়মিতভাবে ইরানের সাথে সংযুক্ত বিভিন্ন চক্রকে দায়ি করে আসছে। নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, আল-বালাদে সন্ধ্যার দিকে চালানো রকেট হামলায় ঘাঁটির অভ্যন্তরে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, অপর পাঁচটি রকেট পার্শ্ববর্তী একটি গ্রামে আঘাত হানে।
খবরে বলা হয়, সাতটি রকেটের সবগুলো এ বিমানঘাঁটির পূর্বে অবস্থিত পার্শ্ববর্তী দিয়ালা প্রদেশের একটি গ্রাম থেকে ছোড়া হয়।
এসব রকেট হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি।
খবরে আরো বলা হয়, মার্কির সৈন্য রয়েছে এমন অবস্থান লক্ষ্য করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকবার এ ধরনের হামলা চালানো হয়।
গত ৩ মার্চ ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকায় অবস্থিত আরেকটি বিমানঘাঁটি আইন আল-আসাদে একই ধরনের রকেট হামলায় আমেরিকান এক সাব-কনট্রাক্টর নিহত হয়।