ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার প্রদেশের আল-কাইম শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন আজ শনিবার এক খবরে এ তথ্য জানিয়েছে।
সিএনএন জানায়, ইরাকে আইএসবিরোধী কম্বাইন্ড টাস্ক ফোর্সের অপারেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জোনাথন পি ব্রাগা। তিনি বলেছেন, এইচএইচ-৬০ পেভ হক হেলিকপ্টারটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ব্রাগা।
এর আগে গতকাল শুক্রবার নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও এক ঘোষণা জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের মধ্যে নিউইয়র্কের অগ্নিনির্বাপন দপ্তরের দুই কর্মীও রয়েছেন। এদিকে শুক্রবার সকালে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সববেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজকেরবাজার/এস