ইরাকে রকেট হামলায় তুর্কি সেনা নিহত

ইরাকের উত্তরাঞ্চলে বুধবার একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক তুর্কি সৈন্য নিহত হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, ইরাকের মসুল নগরীর বাইরে বশিকায় অবস্থিত তুর্কি ঘাঁটিতে ‘হামলায় আমাদের বীর চার ভাইয়ের একজন নিহত হয়েছেন।’
তারা আরো জানায়, সেখানে তিনটি রকেট ছোড়া হলেও কেবলমাত্র একটি রকেট তার লক্ষ্যে আঘাত হানে।
রকেটগুলোর একটি পার্শ্ববর্তী গ্রামে আঘাত হানলে ইরাকি এক শিশু আহত হয়।
ওই এলাকায় ড্রোন পর্যবেক্ষণে তুর্কি সেনা মোতায়েন করা হয়।
বশিকা হামলার স্বল্প সময় আগে প্রায় ১০ কিলোমিটার দূরে ইরাকি কুর্দিস্তানের রাজধানী আর্বিল বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে।
এ দুই হামলা কারা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।