ইরাকের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে মঙ্গলবার রাতে চালানো এক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। সেখানে এ হামলার ঘটনায় ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী করা হয়। দেশটির নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় এক নিরাপত্তা সূত্র জানায়, দিয়ালা প্রদেশের আল-রাশেদে ওই হামলায় ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
আরেকটি সূত্র জানায়, ওই গ্রামে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন। গ্রামটিতে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যের বাড়ি রয়েছে।
প্রথম সূত্র জানায়, হামলার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাতে সেখানে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য পাঠানো হয়েছে।
আইএস ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর একের পর এক সফল অভিযানে তাদের ‘খলিফাত’ ভেঙ্গে যায়।
ইরাক ২০১৭ সালে তাদের পরাজিত করার ঘোষণা দেয় এবং ২০১৯ সালে প্রতিবেশি দেশ সিরিয়ায় এ গ্রুপকে পরাভূত করা হয়।