ইরাকি আইন প্রণেতারা বলেছেন যে তারা একটি বিশেষ সংসদীয় অধিবেশন ব্যবহার করে সরকার যাতে ওয়াশিংটনকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে বলার একটি প্রস্তাবের বিষয়ে ভোটের জন্য চাপ দেবে।
শুক্রবার বাগদাদ বিমানবন্দরে একটি কনভয়ে মার্কিন ড্রোন হামলার পরে এই অধিবেশনটির আহ্বান জানানো হয়েছিল, যাতে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদী আল-মোহনদেস নিহত হয়েছিল।
এই হত্যাকাণ্ডের পর থেকে প্রতিদ্বন্দ্বী শিয়া রাজনৈতিক নেতারা কয়েক মাস ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা দলাদলের মধ্যে মার্কিন সেনাকে ইরাক থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন।
আজকের বাজার/লুৎফর রহমান