পেন্টাগণ প্রধান মার্ক এসপার বুধবার বাগদাদ এসে পৌঁছেছেন। এদিকে ওয়াশিংটন ইরাকের মধ্যদিয়ে সিরিয়া থেকে তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে।
ইরাকী প্রতিপক্ষ নাজাহ আল শাম্মারির সঙ্গে এসপারের বৈঠকের কথা রয়েছে।
ইরাকের হাই কমান্ড মঙ্গলবার বলেছিল, ইরাকের মাটিতে অবস্থান করার কোন অনুমতি এসব সৈন্যকে দেয়া হয়নি।
আজকের বাজার/লুৎফর রহমান