মেহরাজ মোর্শেদ : সিরিয়ার কাছে দক্ষিণ সীমান্তে সাঁজোয়া যান পাঠিয়েছে তুরস্ক। পাশাপাশি ইরাক সীমান্তের কাছে দেশটি সামরিক মহড়া শুরু করেছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা পার্স টুডে।
খবরে বলা হয়েছে, ইরাকের কুর্দিস্তান প্রশ্নে যখন গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী দায়েশের পতন যখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে, সে সময় এ পদক্ষেপ নিল তুরস্কের সরকার।
ইরাক সীমান্তের কাছে সিলোপি-হাবুর অঞ্চলে ট্যাংকসহ প্রায় ১০০ সামরিক যান মোতায়েন করেছে দেশটির সামরিক বাহিনী। ইরাকের কুর্দি অঞ্চলে গণভোট গৃহযুদ্ধ ডেকে আনতে পারে সতর্ক করে দিয়েছে তুরস্ক।
ইরাকের কুর্দি নেতারা আগামী ২৫ সেপ্টেম্বর এ গণভোট অনুষ্ঠান করবেন বলেই ঘোষণা দিয়েছেন। তুরস্ক এরইমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গণভোটের জন্য মূল্য দিতে হতে পারে। সিরিয়ার লাগোয়া দক্ষিণ সীমান্তে প্রায় ৮০টি ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে তুরস্ক। দেশটির সামরিক বাহিনী সূত্রে বলা হয়েছে, সীমান্তে তুরস্কের যেসব সেনা মোতায়েন করা রয়েছে তাদেরকে বাড়তি শক্তি যোগানোর জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। ওই এলাকায় সিরিয়ার ভেতরে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের তৎপরতা রয়েছে। এসব গেরিলাকে নিজের জন্য হুমকি বলে মনে করে তুরস্ক।
আজকের বাজার : এমএম / ১৯ সেপ্টেম্বর ২০১৭