ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেয়া যাবেনা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক-ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি গতকাল ইরাকে যুক্তরাষ্ট্রের সৈন্যদল যে দুটি বিমান ঘাঁটিতে রয়েছে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বলেন যুক্তরাষ্ট্রের বা ইরাকের কেউ নিহত হননি এবং অতি সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেয়া যাবেনা। ইরানকে সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরানের ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আজকের বাজার/লুৎফর রহমান