রাশিয়া বিশ্বকাপে টিকে থাকতে ইরানের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না স্পেনের। সেই যাত্রায় উতরে গেল ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুসলিম দলটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে স্প্যানিশরা। জয়সূচক গোলটি করেছেন স্ট্রাইকার ডিয়েগো কস্তা।
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে স্পেনকে আটকে রেখেছিল ইরান। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গিয়েছিল মুসলিম দলটি। তবে দ্বিতীয়ার্ধে স্কোরলাইনটা ধরে রাখতে পারলেন না ইরানিরা। শুরুতেই গোল হজম করে ফেলেন তারা। ৫৪ মিনিটের মাথায় স্পেনকে গোল করে এগিয়ে দেন দিয়েগো কস্তা। দুই ম্যাচে তিন গোল করে ফেললেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। যদিও গোলটি ইরানের ডিফেন্ডারদের কল্যাণে ২৯ বছর বয়সী কস্তার পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
এর পরই ঘুড়ে দাঁড়ায় কালোর্স কুইরজের শিষ্যরা। গোলে শোধ করতে মরিয়া হয়ে যায় এশিয়ার দেশটি। ম্যাচের ৬০ মিনিট স্পেন বক্সের কিছুটা দূরে ফ্রি কিক পেয়েও কাজে লাগানো সম্ভব হয়নি। দুই মিনিটের পরই গোল করে সমতা ফেরে ইরান। উদযাপনে মেতে ওঠে খেলোয়াড় ও দর্শকরা। তবে অফসাইডে গোল বাতিল করে দেয় ভিএআর প্রযুক্তি।
শেষ দিকে কয়েক দফা চেষ্টা করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সফলতা আনতে পারেনি ইরান দল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় পাওয়া ইরানের এটি প্রথম হার। অন্যদিকে এই জয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেলো স্প্যানিশরা।
আরএম/