আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাত পারবে না ইরান।
তেহরান বলে আসছে, তার হাতে কোনো পরমাণু অস্ত্র কর্মসূচি নেই কিংবা এ ধরনের অস্ত্র বানানোর কোনো ইচ্ছাও নেই।
ইরানের বার্তা সংস্থা পার্সটুডে জানিয়েছে, যে প্রস্তাবের ভিত্তিতে এ সমঝোতা অনুমোদন করা হয় তাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করা হয় নি। কিন্তু মার্কিন কর্তৃপক্ষ তা মানতে নারাজ।
এর আগে, গত ১৩ অক্টোবর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ থেকে দেয়া বক্তৃতায় পরমাণু সমঝোতা প্রত্যয়ন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে তিনি এ সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন নি।
খবরে আরও বলা হয়, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য মার্কিন কংগ্রেসকে তিনি ৬০ দিন সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে কংগ্রেস সিদ্ধান্ত জানাবে যে, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা।
আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭