ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ার বিরোধিতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে সভ্য বিশ্বের রীতি বিরোধী বলে মন্তব্য করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সভ্য বিশ্ব ও আন্তর্জাতিক কূটনীতিতে আগ্রাসী বাগাড়ম্বরের কোনো স্থান নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ইরান কঠোরভাবে পরমাণু সমঝোতা মেনে চলছে। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে দেয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্পের এ বক্তব্য আবারও এ কথাই তুলে ধরেছে যে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আগ্রাসী ও হুমকির ভাষা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ভাষা ব্যর্থ হবে। রুশ বিবৃতিতে বলা হয়, এ ধরনের অস্বস্তিকর ভাষা আগে ব্যবহার হতো; আধুনিক সভ্য দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এমন ভাষা চলে না।

বিবৃতিতে বলা হয়েছে, মস্কো অত্যন্ত দুঃখের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য লক্ষ্য করছে এবং যদিও তার এ বক্তব্য সমঝোতা চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তারপরও মস্কো মনে করছে ট্রাম্পের এ পদক্ষেপ পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সরাসরি কোনো প্রভাব ফেলবে না।

গত ১৩ অক্টোবর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তৃতায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, চূড়ান্তভাবে এ চুক্তির পরিসমাপ্তি ঘটাবেন তিনি। বিশ্বের সব দেশ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতামতকে উপেক্ষা করেই ট্রাম্প একতরফাভাবে এ ঘোষণা দিয়েছেন।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৪ অক্টোবর ২০১৭