ইরানের জালে বাংলাদেশি কিশোরীদের ৮ গোল

মালয়েশিয়ার পর এবার ইরানের পালা।হংকংয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০ গোল দেয়ার পর শনিবার দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮ গোলে ভাসিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

অসাধারণ ফুটবল প্রদর্শনীর ম্যাচে অনূর্ধ্ব-১৫ ইরানিদের ৮-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছেকিশোরীরা। হ্যাটট্রিক করেছেন তহুরা ও শামসুন্নাহার।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন তহুরা খাতুন।১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও দলকে এগিয়ে দেন তহুরা।২৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন ৩-০ করেন।

প্রথমার্ধে ইরানের জালে আরো দুইবার বল জড়ায় বাংলাদেশ। ৩২ মিনিটে অ্যানি মগিনি ও যোগ করা সময়ে শামসুন্নাহার জাল খুঁজে নেন।

প্রথমার্ধে পাঁচ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে এসেও গোলবন্যা অব্যাহত রাখে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের ষষ্ঠ গোল করেন শামসুন্নাহার। চার মিনিট পর পূরণ করেন হ্যাটট্রিক।

রোববার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

আজকের বাজার/আরজেড