ইরানের তেলভর্তি জাহাজগুলিকে স্বাগত জানাবে ভেনেজুয়েলার বিমান ও নৌবাহিনী

ইরানের তেলভর্তি ৫টি ট্যাংকার আগামী কয়েকদিনের মধ্যেই ভেনেজুয়েলার বন্দরে এসে পৌঁছাবে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বুধবার, জানান জাতীয় সামরিক বাহিনীর বিমান ও নৌবাহিনীর জাহাজ এসব ট্যাংকারগুলিকে স্বাগত জানাবে এবং বন্দরে এসকর্ট করে নিয়ে আসবে।

তিনি ইরানের এই সাহায্যকে করোনা সংকটে রাশিয়া ও চীন যেভাবে সহায়তা করেছে তার সঙ্গে তুলনা করেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনো পর্যন্ত জাহাজগুলিকে কোন ধরণের বাঁধা দেন নি, যদিও ইরানের তেল সরবরাহের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবদ রয়েছে।

জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনচাদা বলেছেন এসব ট্যাংকারকে বাঁধা দেবার যে কোনো প্রয়াস বেআইনি বলে গণ্য হবে।