মেহরাজ মোর্শেদ : ইরানের সঙ্গে ছয় জাতির সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি সমর্থন ঘোষণা করেছে বিশ্বের ১৩৪টি দেশ।
পার্সটুডের খবরে বলা হয়, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে এসব দেশ।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে গত ২২ সেপ্টেম্বর শুক্রবার ৭৭ জাতি গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে সর্বসম্মতি ক্রমে পাস হওয়া একটি বিবৃতিতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু সমঝোতাকে আন্তর্জাতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে গঠনমূলক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে পরমাণু সমঝোতাকে ভয়ানক সমঝোতা হিসেবে আখ্যায়িত করেছেন।
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় যেসব দেশ সই করেছে তার অন্যতম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওবামা প্রশাসন এ সমঝোতায় সই করলেও প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এ অবস্থানকে মেনে নেয় নি আন্তর্জাতিক সমাজ।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খুশরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর বিশ্বের ১৩৪টি দেশ পরমাণু সমঝোতার প্রতি সমর্থন ঘোষণার পাশাপাশি অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
আজকের বাজার : এমএম / ২৪ সেপ্টেম্বর ২০১৭