ইরানের বিক্ষোভে অন্তত ৭৬ জন নিহত

ইরানে বিক্ষোভ দমনে চালানো কর্তৃপক্ষের ব্যাপক অভিযানে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।
নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এনজিও সোমবার এ কথা জানিয়েছে।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের হত্যা ও নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ, সিদ্ধান্তমূলক ও বাস্তব পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, আমাদের গ্রুপের হাতে আসা ভিডিও ও ডেথ সার্টিফিকেট থেকে আমরা জেনেছি বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হচ্ছে।
উল্লেখ্য, হিজাব পরাকে কেন্দ্র করে পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যু ঘটলে ১৬ সেপ্টেম্বর ইরানে এ বিক্ষোভ শুরু হয়।