ইরানের বিরুদ্ধে উপসাগরীয় ঐক্য দরকার: বাদশাহ সালমান

মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত চল্লিশতম উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) শীর্ষ সম্মেলনে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ তার প্রথম বক্তৃতার সময় জোর দিয়ে বলেন যে উপসাগরীয় এই অঞ্চলে ইরানীয় সরকারের আগ্রাসনের বিরুদ্ধে উপসাগরীয় অঞ্চলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সালমান আরো বলেন, “ইরান সরকার এই অঞ্চলে আক্রমণাত্মক নীতি অব্যাহত রেখেছে যা প্রতিবেশী দেশগুলির স্থায়িত্বকে ক্ষুন্ন করে।”

সৌদি বাদশাহ বলেন জিসিসি প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলে বেশ কয়েকটি সঙ্কট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে জিসিসি।

এছারাও তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আজকের বাজার/লুৎফর রহমান