হোয়াইট হাউস জানিয়েছে, গত বছর ইরাকে হামলার পর ইরানের বিরুদ্ধে হামলার খসড়া পরিকল্পনা করা হয়েছে। রোববার প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রীট জার্নাল একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে ইরান সংশ্লিষ্ট একটি গ্রুপ বাগদাদে অবস্থিত কূটনীতিকদের বাসস্থানে মর্টার হামলার চালানোর পর এই পরিকল্পনা করা হয়। ওই এলাকায় মার্কিন দূতাবাস রয়েছে।
ওই হামলায় কেউ হতাহত হয়নি। গোলাটি খোলা স্থানে আঘাত হানে।
এ হামলার ঘটনায় হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) পাল্টা জবাব হিসেবে ইরানে স্বল্প পরিসরে হামলা করতে চাইছে।
এতে আরো বলা হয়, এনএসসি ইরাক ও সিরিয়ায় হামলা চালানোর জন্যও আবেদন জানিয়েছে।
প্রতিবেদলে বলা হয়, প্রতিরক্ষা দপ্তর সম্ভাব্য এই হামলার প্রস্তাব রাখলেও হোয়াইট হাউসকে বিষয়টি তারা অবহিত করেছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এনএসসি’র এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেল ইরাকে ওই হামলাকে ‘যুদ্ধাবস্থা’ হিসেবে অভিহিত করেন। তিনি এর জবাবে পাল্টা হামলার আহ্বান জানিয়েছেন।