মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইরানের যেকোন হামলা মোকাবেলায় এক হাজার গুণ বেশি মাত্রার জবাব দেয়া হবে।
তেহরান গত জানুয়ারিতে নিহত দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেছে এমন খবর প্রকাশের পর তিনি তার এ প্রতিজ্ঞা ব্যক্ত করলেন। খবর এএফপি’র।
দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করার ব্যাপারে ইরানের কথিত ষড়যন্ত্রের খবর প্রকাশের পর ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোন ধরনের হামলা মোকাবেলা করতে দেশটির ওপর এক হাজার গুণ বেশি মাত্রার হামলা চালানো হবে।’