ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে একটি ক্লিনিকে মঙ্গলবার শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সিনা আত’হার স্বাস্থ্য কেন্দ্রে এ বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী বিভিন্ন ভবনের ক্ষতি হয়েছে এবং এতে রাতের আকাশে কালো ধোয়ার কুন্ডলি দেখা যায়।
তেহরানের জরুরি স্বাস্থ্য সেবার এক বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় সময় ২০:৫৬ মিনিটে এ বিস্ফোরণের পর সিনা আত’হার ক্লিনিকে আগুন ধরে যায়।’
এতে আরো বলা হয়, ‘১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মারাত্মকভাবে আহত ছয়জনকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তেহরান দমকল বিভাগের মুখপাত্র জালাল মালেকি ওই বার্তা সংস্থাকে বলেন, দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আরো ছয়জনের লাশ উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার প্রায় দুই ঘণ্টা পর তারা এসব লাশ উদ্ধার করে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
টেলিভিশনের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১৫ জন নারী রয়েছেন। টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে মালেকি বলেন, ক্লিনিকের বেজমেন্টে রাখা গ্যাস ক্যানিস্টারে আগুন ধরে যাওয়ায় এ বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, নিহতদের মধ্যে কয়েকজন উপরের তলার অপারেশন কক্ষে ছিলেন।
তারা দুর্ভাগ্যজনকভাবে অধিক তাপ এবং ঘন ধোয়ার কারণে প্রাণ হারিয়েছেন। ইরানের রাজধানীর একটি সামরিক কমপ্লেক্সের কাছে বিস্ফোরণের চারদিন পর এ
ভয়াবহ ঘটনা ঘটলো।