ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, দেশটির ‘ শত্রুদের ‘ বিরুদ্ধে জয় দাবি করেছেন। তিনি বলেন অজনপ্রিয় গ্যাসের মূল্য বৃদ্ধির ইস্যু নিয়ে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনের যে চেষ্টা করেছিলো ওই শত্রুরা তা ব্যার্থ হয়েছে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে বুধবার রুহানি বলেন, এর আগে ইরান জুড়ে ‘ স্বতঃস্ফূর্ত ‘ সরকারপন্থী বিক্ষোভ সৌদি আরব, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ইরানের জনগণের যথার্থ ক্ষমতা দেখিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার বেশ কিছু স্থানে সরকার সমর্থক সমাবেশের ছবি প্রচার করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইরানের নিরাপত্তা বাহিনীর গত শুক্রবার থেকে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১০৬ জন নিহত হন, যা দুই বছর আগে ইরানের শেষ গণবিক্ষোভে মৃতের সংখ্যার চার গুণ।
আজকের বাজার/লুৎফর রহমান