ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনেই মধ্যপ্রাচ্যের শান্তি: জিউলিয়া

মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী ও ঘনিষ্ঠ সহযোগী রুডি জিউলিয়ান।

রুডি জিউলিয়ান বলেন, ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইলি দৈনিক দ্য হারেৎসের এক খবরে বলা হয়, নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ছিলেন জিউলিয়ানি। সম্প্রতি তিনি ট্রাম্পের আইনি-টিমের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন। শনিবার ওয়াশিংটনে ইরানের বিরোধীদল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের একমাত্র পথ হচ্ছে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা।

এই বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে জিউলিয়ানি বলেন, প্রেসিডেন্টও ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে আমাদের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। এসময় জিউলিয়ানি পূর্বাভাস দেন যে, ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে আসবেন।

ট্রাম্পের দিকে ইঙ্গিত করে মুচকি হেসে তিনি বলেন, তার ডান পাশে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও বাম পাশে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। আপনাদের কি মনে হয়, যে চুক্তিটির হতে যাচ্ছে? উল্লেখ্য, জন বল্টন ও মাইক পম্পেও উভয়েই ইরান চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে। ১২ মের মধ্যে ট্রাম্পকে চুক্তিটি সম্বন্ধে সিদ্ধান্ত জানাতে হবে।

জিউলিয়ানি বলেন, তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা ইসরাইল-ফিলিস্তিনি চুক্তির থেকেও বেশি গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউজে তার কোন আনুষ্ঠানিক পদ না থাকলেও তিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ সহযোগীদের একজন।

আরজেড/