ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমানু চুক্তির সিদ্ধান্ত আজ

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধা্ন্ত জানানোর কথা রয়েছে আজ মঙ্গলবার। গতকাল সোমবার এক টুইটে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। খবর ইউএসটুডে, প্রেসটিভি।

ক্ষমতা গ্রহণের পর থেকেই ২০১৫ সালে সম্পাদিত ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তির সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে, যেকোনো সময় যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও পাল্টা হুমকি দেয় ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে বের না হওয়ার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ।

এদিকে গত রোববার ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে না আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোটা ভুল হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ মে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন। আর এরই মধ্যে এ নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা তোড়জোড়।

ট্রাম্প চুক্তি থেকে বের হয়ে আসতে চাইলেও ইউরোপীয় সদস্যরা চুক্তি টিকিয়ে রাখার পক্ষেই জোর দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ছাড়া ট্রাম্পকে চুক্তিতে থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ চুক্তিটিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশ হচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীন।

আজকের বাজার/ এমএইচ