ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মরক্কো

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মরক্কো।

পশ্চিম সাহারা এলাকার স্বাধীনতাপন্থী বিদ্রোহী গোষ্ঠী পলিসারিও ফ্রন্টকে সমর্থন দেয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসির বৌরিতা।

মরক্কোর অভিযোগ, লেবাননের হিজবুল্লাহ গ্রুপের সহায়তায় পলিসারিও ফ্রন্টের যোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিচ্ছে ইরান। নাসির জানান, শিগগিরি তেহরানে মরক্কোর দূতাবাস বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি ফেরত পাঠানো হবে রাবাতে থাকা ইরানের দূতকে। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, প্রমাণ হিসেবে তেহরানকে এরই মধ্যে বিদ্রোহী গ্রুপটিকে অস্ত্র সরবরাহের নথি দেয়া হয়েছে।

তবে এই অভিযোগের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইরান। এদিকে মরক্কোর আনা অভিযোগ অস্বীকার করে হেজবুল্লাহ জানায়, আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরবের চাপে পড়ে এ সিদ্ধান্ত নিয়েছে মরক্কো।

সর্বশেষ ২০০৯ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রাবাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির এক উপদেষ্টা বাহরাইনের ওপর সার্বভৌমত্বের দাবি তুললে সে সময় মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সুন্নি রাজত্বটিতে ইরান শিয়া ইসলামের বিস্তার ঘটাতে চায়। ২০১৬ সালে আবারও সম্পর্ক পুনঃস্থাপন করে তেহরান ও রাবাত। দুই বছরের মধ্যে পশ্চিম সাহারা নিয়ন্ত্রণ প্রশ্নে আবার ছিন্ন হলো সেই সম্পর্ক।

আরজেড/