ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, তারা দেশটির দক্ষিণে আজভ সাগর থেকে রুশ বাহিনী উৎক্ষেপিত ইরানের তৈরি এক ঝাঁক ড্রোন ভূপাতিত করেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের বিমান বাহিনী অনলাইনে এক বিবৃতিতে বলেছে, আজভ সাগরের পূর্ব উপকূল থেকে ইউএভি (মনুষ্যবিহীন ড্রোন) চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৪টি শাহেদ ড্রোনের সবকটিকে ধংস করা হয়েছে।