ইরানে আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে এক জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছাল।
শনিবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাইনুশ জাহানপুর জানান, নতুন ১০ জনকে নিয়ে ইরানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৮ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আজকের বাজার/এমএইচ