তানজানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে ১৯৯৮ সালের হামলায় অভিযুক্ত আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড গত আগস্টে ইরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন। শুক্রবার নিউইয়র্ক টাইমস’র এক রিপোর্টে এ কথা বলা হয়।
এফবিআই’র মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় থাকা আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহকে যুক্তরাষ্ট্রের নির্দেশে মটরসাইকেল আরোহী দুই ইসরাইলি অপারেটিভ তেহরানে গুলি করে হত্যা করেছে। গোয়েন্দা কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে এ খবর নিশ্চিত করেছেন।
আফ্রিকায় বোমা হামলার বার্ষিকীতে গত ৭ আগস্ট এই হামলা চালানো হয়, তবে আমেরিকা, ইরান, ইসরাইল ও আলÑকায়েদা কোন পক্ষই প্রকাশ্যে এই হামলার ঘটনা স্বীকার করেনি।
আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহকে ধরার জন্য আমেরিকার ফেডারেল কর্তৃপক্ষ ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।
টাইমস’র রিপোর্টে বলা হয়, ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় ২২৪ জন প্রাণ হারায় এবং ৫ সহস্রাধিক লোক আহত হয়।