ইরানে করোনায় মৃত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে

বিশ্ব কাঁপছে করোনায়, ইরানে করোনায় মৃত সংখ্যা দিন দিন  বাড়ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

শুক্রবার (১৩ মার্চ) করোনাভাইরাসে ইরানে আরো ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫১৪ জনে দাঁড়িয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৯ জন।

এদিকে ইরান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ইরানের সকল জনগণের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত থেকে মৃত্যুবরণ করা ইরানি স্বাস্থ্যকর্মীদের শহীদ বলে ঘোষণা দিয়েছেন।

আজকের বাজার/শারমিন আক্তার