মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বেশ কয়েকটি শহরের রাস্তায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শুক্রবার রাজধানী তেহরান, কারমানশাহ ও মাশহাদ শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের সময় তেহরান থেকে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে এই বিক্ষোভ হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। হঠাৎ হওয়া এই পরিস্থিতিকে সরকারবিরোধী বিক্ষোভ বলে অভিহিত করেছে কিছু কিছু সংবাদ মাধ্যম।
ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, শুক্রবার কারমানশাহ শহরে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে প্রতিবাদ করতে দেখা যায়। একপর্যায়ে তারা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর চালালে পুলিশের বাধার মুখে পড়ে।
গত বৃহস্পতিবার হঠাৎ করেই ইরানের দ্বিতীয় বৃহত্তম মাশহাদ শহরে বিক্ষোভের সূত্রপাত হয়। সেখানে ‘কয়েক হাজার’ বিক্ষোভকারী অংশ নেয় বলে জানিয়েছে সরকারবিরোধী কয়েকটি দল। পরদিন বিক্ষোভ ছড়িয়ে পড়ে তেহরানেও। এ ছাড়া আর্থিক অসঙ্গতির জের ধরে আরো কয়েকটি শহরের রাস্তায় নামে বিক্ষোভকারীরা।
সূত্র: বিবিসি, আল জাজিরা ও ওয়েবসাইট
আজকের বাজার : এসএস /এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭