ইরানের টানা তিনদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ আরো কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। বেড়েছে সহিংসতার মাত্রাও। শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ও কয়েকটি সরকারি ভবনে হামলা চালায়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও প্রতিবেদনে দেশটির এক প্রাদেশিক শহরে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অর্থনৈতিক দুরবস্থা ও কথিত দুর্নীতির অভিযোগে সৃষ্ট অসন্তোষ থেকে দেশটির দ্বিতীয় জনবহুল শহর উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাশহাদে বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হয়েছিল। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে।
২০০৯ সালে প্রেসিডেন্ট মেহমুদ আহমাদিনেজাদ বিতর্কিতভাবে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এবারের সরকারবিরোধী বিক্ষোভকেই জন অসন্তোষের সবচেয়ে গুরুতর ও ব্যাপক প্রকাশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
২০০৯ সালে দেশজুড়ে ছড়িয়ে পড়া ওই অস্থিরতা কঠোর হাতে দমন করেছিল দেশটির নিরাপত্তা বাহিনীগুলো। শনিবার ইরানজুড়ে ওই অস্থিরতা দমনের বার্ষিকীও সরকারিভাবে পালন করা হয়।
এতে দেশটির শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত মিছিল দেখা যায়।
দেশটির ১,২০০ শহরে সরকারপন্থি মিছিল হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে।
''মৃত্যুর জন্য বিদেশি চররা দায়ী'':
এদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর দোরুদে দুই বিক্ষোভকারী নিহতের ঘটনায় বিদেশি চরদের দায়ী করেছে ইরান। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লোরেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর দাবি করেছেন, ওই বিক্ষোভকারীরা পুলিশের গুলিতে নয় বিদেশি চরদের গুলিতে নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
আজকের বাজার: এসএস/ ৩১ ডিসেম্বর ২০১৭