ইরানে বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা কমিয়েছে অটোয়া

কানাডা ইরানে বিমান বিধ্বস্তে নিহত তাদের নাগরিকের সংখ্যা শুক্রবার কমিয়ে ৫৭ জনের কথা জানিয়েছে। এরআগে এ ঘটনায় দেশটির ৬৩ নাগরিক নিহত হওয়ার কথা বলা হয়েছিল।

এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কইস-ফিলিপ চাম্পেনি বলেন, ‘জন্ম তারিখ ও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র যাচাই করে আমরা জানতে পেরেছি যে কানাডার এই ৫৭ নাগরিক বিধ্বস্ত ওই বিমানে ভ্রমণ করছিল।’

এ সপ্তাহে ইউক্রেন আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৭৬ আরোহীর সকলে নিহত হয়। বিমানটি তেহরান থেকে কিয়েভের উদ্দেশে রওনা দেয়ার পরপরই বিধ্বস্ত হয়।

আজকের বাজার/লুৎফর রহমান