ইরানে ভয়াবহ হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস বিপ্লবী গার্ড জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় জোড়া বিস্ফোরণের ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। চার বছর আগে যুক্তরাষ্ট্রের চালানো এক হামলায় তিনি নিহত হয়েছিলেন।
বুধবার গুতেরেসের মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ মহাসচিব ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেরমান নগরীতে এক স্মরণ সভা অনুষ্ঠানে আজকের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেখানে চালানো হামলায় শতাধিক মানুষ নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।’